কোহলিদের কাছ থেকে বিশাল জয় তুলে নিয়ে সাকিবরা

খুবই সহজ ভাবে খেলে যাচ্ছিল KKR ।কিন্তুু লক্ষ্য তাড়ার শেষর দিকে তাদের রানের চাকা থেমে যাওয়ায় এবং উইকেটের পতন ঘটে খেলার মজাটাই শেয হয়ে যায় সাকিবদের।কিন্তুু শেষে জয় মিললো সাকিবদের RCB কে হারিয়ে IPL এর ফাইনালের অাশা টিকিয়ে রাখলো KKR

সোমবার রাত ৮ টাই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে মাএ ২ বল বাকি রেখে বিরাট কোহলিদের ৪ উইকেটে হারিয়েছে সাকিবরা

টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। জবাবে কলকাতা ১৯.২ ওভারে ৬ উইকেটে ১৩৯ রান তুলে জয় নিশ্চিত করে।

বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব উইকেট না পেলেও করেন দেখার মতো বোলিং। চার ওভারে তিনি দেন ২৪ রান। পরে ব্যাটিংয়ে নেমে ৬ বলে ৯ রানের কার্যকর ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।

চাপে পড়ে যাওয়া কলকাতার শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৭ রান। RCB এর ড্যান ক্রিস্টিয়ানের প্রথম ডেলিভারিতেই স্কুপ করে চার মারেন সাকিব। তাতে মরগ্যানদের জন্য সমীকরণ হয়ে পড়ে সহজ। ওই ওভারের চতুর্থ বলে KKR জয়সূচক রানটিও আসে বাঁহাতি সাকিবের ব্যাট থেকে।

RCB এর দুই ওপেনার ছাড়া বাকি কেউ ২০ রানও করতে পারেননি। অধিনায়ক কোহলির ব্যাট থেকে আসে ৩৩ বলে সর্বোচ্চ ৩৯ রান। পাডিক্কাল করেন ১৮ বলে ২১। শুরুর ভিত কাজে লাগিয়ে পরে গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্সরা কাঙ্ক্ষিত ঝড় তুলতে ব্যর্থ হন। কলকাতার ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন স্পিন জাদুতে ২১ রানে নেন ৪ উইকেট।

লক্ষ্য তাড়ায় ভালো শুরু পাওয়া KKR এক পর্যায়ে হাতে ৭ উইকেট নিয়ে আট ওভারে দরকার ছিল ৩৮ রান। কিন্তু পরের সাত ওভারে কেবল ৩১ রান তুলতে তারা হারায় ৩ উইকেট। তবে অধিনায়ক মরগ্যান ও সাকিব দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

কলকাতার হয়ে ১৮ বলে সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার শুবমান গিল। আরেক ওপেনার আইয়ার ২৬ করতে খেলেন ৩০ বল। বোলিংয়ের পর ব্যাটিংয়েও নজর কাড়েন নারিন। পাঁচে নেমে ১৫ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে এবং জয় নিয়ে মাঠ ছাড়েন সাকিবের KKR.

Farhan Rony news:ipl